ঢাকা | শুক্রবার
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোটরসাইকেল শিল্পের উন্নয়নে সহায়তা করবে সরকার

মোটরসাইকেল শিল্পের উন্নয়নে সহায়তা করবে সরকার

মোটরসাইকেল শিল্পের উন্নয়নে সকল ধরণের সহায়তা করবে সরকার-এসএমই ফাউন্ডেশন আয়োজিত অনলাইন সেমিনারে এ তথ্য জানান শিল্প সচিব।

জানা গেছে, সেমিনারে সরকারের নীতিমালা সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে কি না তা তদারকির দাবি জানান উদ্যোক্তারা। মোটরসাইকেল শিল্প উন্নয়নে সহায়ক শিল্পের বিকাশ ও গবেষণার তাগিদ দিয়েছেন আলোচকরা।

সেই সাথে পোশাকের পাশাপাশি সম্ভাবনাময় একটি খাত হালকা প্রকৌশল শিল্প। এই শিল্পখাতের ৮ লাখ মানুষের কারিগরি দক্ষতার ওপর ভিত্তি করে মোটরসাইকেল শিল্পের মত ভারি শিল্প কারখানা মাথা তুলে দাঁড়ানোর সাহস অর্জন করছে। ইতমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ শুরু করছে মোটরসাইকেল উৎপাদনে। সম্ভাবনা থাকলেও এখন মোটরসাইকেলের নানা যন্ত্রাংশ তৈরিতে খুব একটা অগ্রগতি হয়নি।

তাই সম্ভাবনা কাজে লাগাতে অনলাইন সেমিনারে আলোচকরা জানান, প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা ও হালকা প্রকৌশল শিল্পের দক্ষতা সমন্বয় করে সহায়ক শিল্প গড়ে তুলতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নির্মাণ করতে হবে।

উদ্যোক্তারা আরও জানান, অর্থ এবং নীতি সহায়তা প্রয়োজন। শিল্প গড়ে তোলার আগেই রাজস্ব আদায়ের চাপ যেন বেশি না আসে সেদিকেও খেয়াল রাখতে হবে।

মোটরসাইকেল খাতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা নীতি নির্ধারকদের। এক গবেষণা বলছে, মোটরসাইকেলের স্থানীয় বাজার আছে ২১শ’ কোটি টাকার। রফতানি সম্ভাবনা কাজে লাগানো গেলে এই অংক বৃদ্ধি পাবে কয়েকগুণ।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন