ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা থেকে বিশ্বে সুস্থ পাঁচ কোটির বেশি

এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে মোট পাঁচ কোটি ৪০ লাখ ৮৮ হাজার আটশ ৪৪ জন। এতে এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ।

এদিকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে সাত কোটি ৭১ লাখ ৭১ হাজার সাতশ ২৩ জন। এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৬ লাখ ৯৯ হাজার ছয়শ ৪৪ জন।

বর্তমানে পৃথিবীতে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ১৩ লাখ ৮৩ হাজার তিনশ ৬৭ জন। এর মধ্যে এক লাখ ছয় হাজার তিনশ ১৩ জন গুরুতর অবস্থায় রয়েছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে এক কোটি ৮২ লাখ ৬৭ হাজার পাঁচশ ৭৯ জন এবং মারা গেছে তিন লাখ ২৪ হাজার আটশ ৬৯ জন। তালিকার দুই নম্বরে থাকা ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। তবে মৃত্যুর হার এক শতাংশ এবং সেরে ওঠার হার ৯৯ শতাংশ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন