রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাণিজ্য সর্ম্পক বাড়াতে আগ্রহী ভারতের ৭টি অঙ্গরাজ্য

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে নিজেদেরও এগিয়ে নিতে চান ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অঙ্গরাজ্যগুলো। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে এখন সুবর্ণ সময় চলছে বলে মনে করছে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দা সনুয়াল। এক্ষেত্রে এনআরসি ইস্যু নিয়ে ভারত সরকারের নীতিতে ভুল আছে বলে মনে করছেন স্থানীয় আন্দোলনকারীরা।

প্রথমবারের মতো বাংলাদেশের সরকারি ও বেসরকারি অংশীদারিদের আমন্ত্রণ জানিয়ে ভারতের সাতটি রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড ও অরুণাচলের কর্তারা বাণিজ্যিক প্রস্তাব দিয়েছে। রাজ্যগুলোর সাথে নানা সময়ে নানা ক্ষেত্রে সম্পর্ক বাড়িয়েছে বাংলাদেশ। তবে কেন্দ্রের বাণিজ্য নীতির কারণে অনেক জটিলতাই রয়ে গেছে অমীমাংসিত। তবে বাংলাদেশের অগ্রসরমান অর্থনীতির কারণে প্রতিবেশী ভারতের রাজ্যগুলো সম্পর্ক বাড়াতে আগ্রহী।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরাকে উন্নয়ন করতে হলে বাংলাদেশ ছাড়া উপায় নেই। কারণ লাগোয়া সীমান্ত।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দা সনুয়াল বলেন, এটাকে একটা শুভ সূচনা বলতে পারেন। দুদেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ সম্পর্ক রয়েছে, আমরা বাংলাদেশের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশগুলোতে বিশেষ করে বিবিআইএনভুক্ত দেশগুলোতে বাণিজ্য বাড়াতে চাই। এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিচ্ছেন।

বাংলাদেশি ব্যবসায়ীরা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিনিয়োগ করলে তাদের ১৫ শতভাগ ভুর্তকি দেওয়ার ঘোষণাও দিয়েছে রাজ্যসরকার।

 

 

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  অপরিকল্পনা ও অব্যবস্থাপনায় চলছে বাণিজ্য মেলা

সংবাদটি শেয়ার করুন