ঢাকা | সোমবার
১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘জানুয়ারি থেকে ৬ মাসে টিকা আসবে তিন কোটি ডোজ’

'জানুয়ারি থেকে ৬ মাসে টিকা আসবে তিন কোটি ডোজ

আগামী জানুয়ারি থেকে ৬ মাসে টিকা আসবে তিন কোটি ডোজ। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে প্রতি মাসে ৫০ লাখ করে  মোট তিন কোটি ডোজ করোনার টিকা আসবে বাংলাদেশে। অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত এই টিকা আনবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

জানা গেছে, গতকাল রবিবার এসংক্রান্ত চূড়ান্ত চুক্তি সই অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তবে আগেই এসংক্রান্ত একটি ত্রিপক্ষীয় সমঝোতা সই হয়েছিল। ওই চুক্তিতে সরকারের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং বেক্সিমকোর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন সই করেন।

ইতোমধ্যে সই হওয়া চুক্তিপত্রটি ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবারের মধ্যেই তারা সেটিতে সই করে বাংলাদেশে পাঠিয়ে দেবে বলে জানানো হয়েছে।

এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, অক্সফোর্ডের টিকা নানা দেশের ট্রায়ালে অপেক্ষাকৃত নিরাপদ মনে হয়েছে। সেই সাথে এই টিকা আমাদের দেশের আবহাওয়ার জন্য সম্পূর্ণ উপযোগী। তবে অ্যাস্ট্রাজেনেকার টিকার পাশাপাশি আরও কিছু কম্পানির সাথেও সরকারের আলোচনা চলছে বলে জানান তিনি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন