দক্ষিণ কোরিয়ার শিল্পপার্ক উন্নয়নকারী প্রতিষ্ঠান কোরিয়া ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কোম্পানি লিমিটেড (কেআইসি) বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে শিল্পপার্ক করতে আগ্রহ প্রকাশ করেছে । গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ (বেজা)।
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন এই তথ্য উল্লেখ করে বেজা জানিয়েছে, কোরিয়ার একটি শিল্পপার্ক উন্নয়নকারী কোম্পানি কেআইসি একটি শিল্পপার্ক করতে চায়, যেখানে দেশটির ১০০টি প্রতিষ্ঠান বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
মিয়ানমারের বাগো ও মোন রাজ্যে ২০১৩ সালে তারা দুটি শিল্পপার্ক উন্নয়নের কাজ শুরু করেছিল। তবে দেশটিতে বিদ্যুৎ ঘাটতি, শিল্পে পানি সরবরাহসহ অন্যান্য অবকাঠামো তৈরিতে বিলম্ব হওয়ায় এসব কোরিয়ান কোম্পানি সেখান থেকে সরে গিয়ে অন্য কোনো দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।