মহামারি করোনার প্রভাবে চলতি বছর সরকারি স্কুলগুলোতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস। প্রাথমিক শিক্ষা অফিদপ্তর পরিচালক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হবে। তবে শিক্ষার্থীদের স্বশরীরে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে না। এই উপলক্ষে তারা অনলাইনে বা ই-মেইলের মাধ্যমে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গেল ১ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভার্চুয়ালি শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে মাঠ পর্যায়ে এ সিদ্ধান্তের চিঠিও পাঠানো হয়ে গেছে। শিক্ষকদের বলা হয়েছে, এসকল দিবসের নানা অনুষ্ঠান ভার্চুয়ালি আয়োজন করতে।
আনন্দবাজার/এইচ এস কে