ঢাকা | মঙ্গলবার
১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভুয়া ভিসার আবেদনে সতর্কতার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ভুয়া-ভিসার-আবেদনে-সতর্কতার-নির্দেশ-স্বরাষ্ট্র-মন্ত্রণালয়ের

দেশে নানা প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে নানা মন্ত্রণালয়ের নাম, কর্মকর্তাদের জাল স্বাক্ষর ব্যবহার করে ভিসার শ্রেণি পরিবর্তন এবং ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ভুয়া আবেদন করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের (বহিরাগমন-২) সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এ বিষয়ে চিঠি বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।

ওই চিঠিতে জানানো হয়, সাম্প্রতিককালে দেখা যাচ্ছে অনেক মন্ত্রণালয়ের নাম, কর্মকর্তাদের স্বাক্ষর ব্যবহার করে ভিসার শ্রেণি পরিবর্তন ও ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ভুয়া আবেদন করা হচ্ছে, যা প্রকৃতপক্ষে ওই মন্ত্রণালয়-বিভাগের জারি করা পত্র নয়। ফলে এই সমস্যা সমাধানের জন্য প্রকল্পের জনবলের ভিসার প্রস্তাব সংযুক্তিসহ হার্ডকপি এ বিভাগে প্রেরণ করার সাথে সাথে নিজ নিজ মন্ত্রণালয়-বিভাগের ওয়েবসাইটে আপলোড নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ফলে প্রাপ্ত আবেদনপত্রের হার্ডকপির সাথে ওয়েবসাইটে আপলোড করা অগ্রায়নপত্র যাচাইয়ের জন্য সুরক্ষা বিভাগ-বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এই বিষয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী জানান, বিদেশি নাগরিকরা সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশ মিশনগুলোর মাধ্যমে ভিসা পায়, কিন্তু এটা আমরা দেই না। তবে বাংলাদেশে আসার পর মেয়াদ বাড়াতে চাইলে তখন সেটা দেই। তখন তাদের পাসপোর্ট নিয়ে হাজির হতে হয়।

তিনি আরও জানান, কোনো প্রতিষ্ঠান যদি ভুয়া কাগজ দেয় এবং ধরা পারলে জরিমানা করা হয়। এর আগে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। জরিমানা করি আইনের ভেতরে। আইনের বাইরে তো আর যেতে পারব না। ধরতে পারলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো আবেদন আসলে আমরা চেক করি, সামনে আরও বেশি সতর্ক হয়ে চেক করা হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন