নেদারলেন্ডের একটি প্রতিষ্ঠান থেকে আগাম অর্থ নিয়ে মাশরুম রফতানি না করার অভিযোগ বাংলাদেশী প্রতিষ্ঠান পানবো বাংলা মাশরুমের বিরুদ্ধে। উক্ত বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাসে অভিযোগ দিয়েছে আমদানিকারক। এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নিতে দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানিয়ে সম্প্রতি একটি চিঠি পাঠানো হয়েছে।
নেদারল্যান্ডসের বাজারে মাশরুম বাজারজাতকরণের লক্ষ্যে পানবো বাংলা মাশরুম লিমিটেডের সাথে ২০১২ সালের ১০ ডিসেম্বর তার প্রতিষ্ঠানের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই সমঝোতা স্মারকের শর্তানুসারে প্রাথমিকভাবে পানবো বাংলা মাশরুম লিমিটেডকে ১৮ হাজার ইউরো দেন কিইজ ডি জং।
তবে পরবর্তী সময়ে পানবো বাংলা মাশরুম চুক্তির শর্ত লঙ্ঘন করে এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় ফাংগি ফ্লেভারের সাথে । এমনকি কিইজ ডি জং বারবার যোগাযোগ করলেও ওই ১৮ হাজার ইউরো ফেরত দিতে রাজি হয় পানবো বাংলা।
পানবো বাংলা মাশরুমের এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর এবং বিদেশী বিনিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে অন্তরায় হতে পারে বলে চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।