আগের তিন কার্যদিবসের ধারাবাহিকতায় গতকালও দেশের পুঁজিবাজারে সূচক বৃদ্ধি পেয়েছে। এদিন দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ২৬ শতাংশ। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে দশমিক ৫৫ শতাংশ। গতকাল সূচকের পাশাপাশি উভয় পুঁজিবাজারেই টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে সারা দিনই লেনদেন হয়েছে সূচকের উত্থান-পতনের ভিতর দিয়ে। ৪ হাজার ৮৬৯ পয়েন্ট নিয়ে লেনদেন শুরু করা ডিএসইএক্স শেষ পর্যন্ত ৪ হাজার ৮৮২ পয়েন্টে অবস্থান করছিল, যা আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ বেশি।
ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল প্রায় ২ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়ে দিন শেষে ১ হাজার ১২১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১১৯ পয়েন্ট। ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৯ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ বেড়ে গতকাল লেনদেন শেষে ১ হাজার ৬৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল ১ হাজার ৬৮৯ পয়েন্ট।
গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে মূল্য বৃদ্ধি পেয়েছে ১১০টির, কমেছে ১৪৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৯৫টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ৩৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। ১৪ শতাংশ দখলে নিয়ে এর পরই রয়েছে মিউচুয়াল ফান্ড খাত। এছাড়া ৯ শতাংশ দখলে নিয়ে তৃতীয় স্থানে আছে ওষুধ ও রসায়ন খাত।
ডিএসইতে গতকাল লেনদেনে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। শীর্ষ ১০ সিকিউরিটিজের তালিকায় এরপর আছে যথাক্রমে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
দেশের অন্য প্রধান পুঁজিবাজারে সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ৪৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৫৩ পয়েন্টে অবস্থান করছে। পূর্বে কার্যদিবস শেষে সূচকটির অবস্থান ছিল ৮ হাজার ৪০৬ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৯৪টির, আর অপরিবর্তিত ছিল ৬৬টির বাজারদর। গতকাল দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই টাকার অংকে লেনদেন বেড়েছে। ডিএসইতে গতকাল মোট ৭৬৬ কোটি ২১ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭৫৮ কোটি ৩৩ লাখ টাকা। অন্যদিকে সিএসইতে সিএসইতে গতকাল ২৪ কোটি ৬৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৩ কোটি ৩৭ টাকা।
আনন্দবাজার/এফআইবি