ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এ সপ্তাহেও কমতির দিকে সবজির দাম

রাজধানীর বাজারে আবারও কমেছে সবজির দাম। শুক্রবার রাজধানীর সকল বাজারেই কম দামে সবজি বিক্রি হতে দেখা গেছে। এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহের মতো সবজির দাম কমলো। এর আগের সপ্তাহেও এক দফা দাম কমেছিল।

সবজির দাম কমা প্রসঙ্গে রাজধানীর গোপীবাগ এলাকার বাসিন্দা আতাউর রহমান বলেন, এক মাস আগে যে শিম ১২০ টাকায় কিনেছি, এখন সেই শিম ৩০ টাকায় নেমেছে।

কাওরান বাজারের সবজি ব্যবসায়ী আবদুল হামিদ বলেন, সরবরাহ বাড়ার কারণে সবজির দাম কমেছে। সামনে দাম আরও কমতে পারে।

দাম কমা সবজির মধ্যে সবচেয়ে বেশি কমেছে শিমের দাম। দুই সপ্তাহের ব্যবধানে ১২০ টাকা কেজির শিম এখন বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪০ টাকায়। মানভেদে শিমের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। মাঝারি সাইজের ফুলকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৪০ টাকায়, গত সপ্তাহে যা ছিল ৩০ থেকে ৫০ টাকা। মাঝারি আকারের বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে, গত সপ্তাহে যা ছিল ৩০ থেকে ৫০ টাকা। মূলা বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকার মধ্যে, গত সপ্তাহে যা ছিল ৫০ টাকা কেজি বিক্রি হওয়া।

পাকা টমেটো ১০০ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যা ছিল ১২০ থেকে ১৪০ টাকা কেজি। বাজারে নতুন আসা কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজিতে। শালগম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা কেজিতে। আর লাউয়ের দাম কমে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে নেমে এসেছে, যা গত সপ্তাহে ছিল ৭০ থেকে ৮০ টাকা।

এদিকে এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দামও কিছুটা কমেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজিতে। আলু বিক্রি হচ্ছে আগের দর ৪০ টাকা কেজিতেই।

এছাড়া গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে গাজর, বরবটি, বেগুন ও করলা। গাজর বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। বরবটি ৬০ থেকে ৮০ টাকা কেজি, বেগুন ৪০ থেকে ৬০ টাকা কেজি এবং করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে। সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত রয়েছে ঢেঁড়স, ঝিঙা, পটল, কচুর লতির।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন