ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় লেনদেন ২১০ কোটি টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২১০ কেটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মাঝে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার ১ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর ভিতরে মূল্য বৃদ্ধি পেয়েছে ১২৪টির, কমেছে ৯৭টির ও অপরিবর্তিত আছে ৮৫টির।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার হাতবদল করেছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন