অবশেষে বাইডানের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক সকল প্রক্রিয়া শুরু হয়েছে।
ট্রাম্প জানান, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় দেখাশুনার দায়িত্বে থাকা সংস্থার যা করনীয় তা করুন। তবে তিনি নির্বাচনে পরাজয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।
জানা গেছে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তকে ইতোমধ্যে স্বাগত জানিয়েছে বাইডেন টিম। এক বিবৃতিতে তারা জানিয়েছে, করোনা মহামারি নিয়ন্ত্রণ ও অর্থনীতিতে গতি আনাসহ জাতির সামনে সকল চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আজকের এই সিদ্ধান্তটি ছিলো গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
তবে ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় থাকা সংস্থা জিএসএ বাইডেন শিবিরকে ইতোমধ্যে জানিয়েছেন যে, তারা ক্ষমতা হস্তান্তরের সকল প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।
এই বিষয়ে প্রশাসক এমিলি মারফি জানান, তিনি নতুন প্রেসিডেন্ট বাইডেনের জন্য ৬৩ লাখ ডলার অবমুক্ত করেছেন। তিনি পরিষ্কারভাবে বলেন যে আমি প্রক্রিয়াটি বিলম্বিত করতে কোনো নির্দেশনা পাইনি। বাইডেনকে দেওয়া তার চিঠিতে এভাবেই পুরো বিষয়টি উল্লেখ করেছেন তিনি।
আনন্দবাজার/এইচ এস কে