ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যু

একদিনে বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যু

বিশ্বে একদিনে করোনায় সর্বোচ্চ ১০ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে মে মাসের পর থেকে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৬১৫ জনের মৃত্যু হয়েছে। এই প্রথম এক মাসে ২০ লাখ শনাক্ত হলো। সপ্তাহের ব্যবধানে আবারও একদিনে ১০ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের টানা চতুর্থ দিনের মত দেড় লাখের বেশি করোনায় শনাক্ত হয়েছেন। দেশটির ২০টি অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৭ হাজার মানুষ। জুনের পর থেকে নিউ ইয়র্কে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, ইউরোপে করোনায় মৃত্যু বেড়েই চলেছে। ইতালিতে এপ্রিলের পর মঙ্গলবার করোনায় প্রাণ হারিয়েছেন ৭শ’র বেশি মানুষ। এছাড়া রাশিয়া ও জার্মানিতে গত একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে।

অস্ট্রিয়ায় মঙ্গলবার থেকে কঠোর লকডাউন জারি করা হয়েছে। ব্যাংক, খাবার এবং ওষুধের দোকান ছাড়া সব ধরণের প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন