দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৯০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার সুত্র অনুসারে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ৪ হাজার ৮৭৪ পয়েন্টে। অন্য সূচকগুলোতেও ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১২১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৩ পয়েন্টে।
তবে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর ভিতরে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৮৯টির ও অপরিবর্তিত আছে ৮৭টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আনন্দবাজার/এফআইবি