ঢাকা | শনিবার
৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে পাইকারিতে কমেছে ইলিশের দাম

রাজধানীতে পাইকারি বাজারে কমেছে ইলিশের দাম। এছাড়া অন্যান্য মাছের দামও আগের চেয়ে সস্তা। আবদুল্লাহপুর পাইকারি বাজার ঘুরে দেখা যায়- আগের চেয়ে কিছুটা কমেছে ইলিশের দাম।

বর্তমানে বাজারে ৩০০-৫০০ গ্রাম আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি। ৮শ’ থেকে ৯শ’ গ্রামের ইলিশের মূল্য ৫৫০-৬৫০ টাকা। এছাড়া ১ কেজির ইলিশ ৭০০-৭৫০ টাকা এবং দেড় কেজি আকারের ইলিশ ৮০০-৮৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলেন, ইলিশ ছাড়াও অন্যান্য মাছের দামও আগের চেয়ে অনেক সস্তা। কাতল বিক্রি হচ্ছে ২০০-৩৫০ টাকায়। এছাড়া রুই বিক্রি হচ্ছে ২৫০-৩২০ টাকা, পাঙ্গাশ ৯০ থেকে ১১০ টাকা, আর চাষের কৈ ১০০-১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের শিং ৩৫০ টাকা, ট্যাংরা ৪৫০ টাকা কেজি।

এছাড়া রুপচাঁদা আকার ভেদে ৪০০-৫০০ টাকা এবং মাঝারি আকারের তেলাপিয়া ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন