সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে মঙ্গলবার (১০ নভেম্বর) দুই বাজরেই মূল্য সূচকের বড় ধরনের দরপতন হয়েছে।
আগের কার্যদিবসের মতো এদিনও লেনদেনের শুরুতেই মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার আভাস পাওয়া গিয়েছিল। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় লেনদেনের প্রথম ৫ মিনিটে ডিএসইর প্রধান সূচক ১০ পয়েন্ট বেড়ে যায়।
তবে সকাল ১১টার পর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর একের পর এক দরপতন হতে থাকে। লেনদেনের শেষ দিকে পতনের মাত্রা আরও বেড়ে যায় এবং এটি বড় পতনে রূপ নেয়।
ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ১ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৭০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৫ কোটি ১১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮১ কোটি ৩২ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৭৯ লাখ টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৫৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩০টির এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
আনন্দবাজার/ইউএসএস