ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নুসরাত হত্যা রায়ের গুরুত্ব দিয়েছে বিশ্ব গণমাধ্যম

চলতি বছরের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গেলে সেখান থেকে ছাদে ডেকে নিয়ে গায়ে আগুন দিয়ে তাকে মেরে ফেলা হয়।

ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। দ্রুততার সঙ্গে তদন্ত শেষে গত ২৯ মে অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ।

আবশেষে এই হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৮ মিনিটের দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ এই রায় পড়ে শোনান।

দেশব্যাপী বহুল আলোচিত ফেনীর এই মাদরাসা ছাত্রীর খুনিদের ফাঁসির আদেশের খবর বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

রায় ঘোষণার পরপরই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের অনলাইন সংস্করণে প্রধান সংবাদ করে নুসরাত হত্যা মামলার রায়ের এই খবর।

বিবিসির প্রধান সংবাদে বলা হয়েছে, শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর এক মাদরাসা ছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করায় অভিযুক্ত ১৬ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন বাংলাদেশের একটি আদালত।

আনন্দবাজার/খলিফা

সংবাদটি শেয়ার করুন