নিষেধাজ্ঞা উঠায় ফের বাজারে ইলিশের সরবরাহ শুরু হয়েছে। এর আগে ২২ দিন বন্ধ থাকার পর গতকাল থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠে যায়। ফলে শুক্রবার ছুটির দিনে রাজধানীর বাজারে ইলিশের সরবরাহ শুরু হয়েছে। দাম হাতের নাগালে হওয়ায় সন্তুষ্ট ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি ৫০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে চার থেকে সাড়ে চারশ টাকায়। এক থেকে দেড় কেজির ইলিশ মাছ বিক্রি হচ্ছে সাতশো থেকে নয়শো টাকায়।
আর দুই কেজির ইলিশের দাম সতেরো’শো টাকা পর্যন্ত। বাজারে ইলিশ বিক্রি শুরু হওয়ায় অন্যান্য মাছের দামও কমতির দিকে।
আনন্দবাজাজার/শহক