ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পতনে চলছে শেয়ারবাজারের লেনদেন

সূচকের পতনে চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আজকের (৪ নভেম্বর) লেনদেন। সূচক নিম্নমুখী হওয়ার পাশাপাশি দাম কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

লেনদেনের শুরুতে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রায় সকল প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে পাঁচ মিনিটে ১৫ পয়েন্ট বেড়ে যায় ডিএসইর প্রধান মূল্য সূচক। তবে কিছুক্ষণ সময় গড়াতেই দরপতনের পাল্লা ভারী হওয়ায় নিচের দিকে নামতে শুরু করে সূচক। প্রথম ঘণ্টার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক কমেছে ৯ পয়েন্ট। এছাড়া এ সময়ে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ ২ পয়েন্ট কমেছে।

এ সময় পর্যন্ত লেনদেনে অংশ নেয়া ১০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়েছে, ১৪৪টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির দাম। লেনদেন হয়েছে ২৭৩ কোটি ২৭ লাখ টাকা।

এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬ পয়েন্ট। লেনদেন হয়েছে ৯ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১২৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ৫৬টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন