ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অপরিশোধিত জ্বালানি তেলের বড় দরপতন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বড় ধরনের দরপতন হয়েছে। গতকাল সোমবার প্রায় ৪ শতাংশ কমে গেছে অপরিশোধিত তেলের দাম। তেলের এই দরপতন শুরু হয় এর আগের সপ্তাহ থেকেই।

গতকাল দিনের শুরুতে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৩৪ মার্কিন ডলার কমে ৩৪ দশমিক ৪৯ ডলারে নেমে গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এবং লিবিয়ার তেল উত্তোলন বেড়ে যাওয়ায় এ দরপতন শুরু হয়েছে।করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে ইতোমধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকার অনেক দেশেই আবারও তৈরি হচ্ছে অচলাবস্থা। নতুন করে লক ডাউনে যাচ্ছে ইউরোপের কয়েকটি দেশ।

গতকাল একদিনেই অপরিশোধিত তেলের দাম কমেছে ৩ দশমিক ৭২ শতাংশ। সপ্তাহের ব্যবধানে যা ১০ দশমিক ৭১ শতাংশ এবং বছরের ব্যবধানে প্রায় ৪৪ শতাংশ কমেছে।

এদিকে ব্রেন্ট ক্রুড অয়েলেরও দরপতন হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ব্রেন্ট ক্রুড এর দর কমেছে ৯ দশমিক ৩২ শতাংশ। বছরের ব্যবধানে যা ৪৪ দশমিক ৭৪ শতাংশ কমেছে।

উল্লেখ্য, তেলের দর পতন ঠেকাতে সম্প্রতি জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে ডিসেম্বর পর্যন্ত দৈনিক ৭৭ লাখ ব্যারেল জ্বালানি তেল কম উত্তোলন করার সিদ্ধান্ত হয়।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন