রাজধানীতে নিয়ন্ত্রণে নেই আলুর বাজার। পাইকারি বাজার থেকে ফের উধাও আলু। এমনকি সরকারের নির্ধারিত মূল্যেও বিক্রি হচ্ছে না আলু। আড়তদাররা জানান, হিমাগার থেকে নির্ধারিত মূল্যে আলু পাচ্ছেন না তারা।
রাজধানীর কারওয়ানবাজাররের আড়তে ঝুলছে সরকার নির্ধারিত মূল্য তালিকা, কিন্তু পর্যাপ্ত আলু নাই। দু’এক জায়গায় সামান্য কিছু আলুর দেখা মিললেও মূল্য নিয়ে চলছে ব্যাপক লুকোচুরি। আড়তদাররা খুচরা ৩৫ এবং পাইকারি ৩০ টাকা বিক্রির কথা জানালেও ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে ক্রেতাদের মুখে।
পাইকারি বাজারে এক খুচরা বিক্রেতা বলেন, তিনি ৪৫ টাকা কেজি মূল্যে ১০ কেজি আলু কিনেছেন। অন্য একজন জানান, তিনি আলু কিনেছেন ৩৮ টাকা কেজি মূল্যে।
তবে প্রায় দু’সপ্তাহ আগে আরেক দফা মূল্য বাড়িয়ে হিমাগারে ২৭ টাকা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু সরকার নির্ধারতি সেই মূল্যে আলু কিনতে পারছেন না বলে জানান আড়তদাররা। তবে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে টিসিবি ট্রাকে করে দেশের নানা পয়েন্টে ২৫ টাকা কেজি আলু বিক্রির কার্যক্রম চালু রেখেছে সরকার।
আনন্দবাজার/এইচ এস কে