সম্প্রতি নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকা দক্ষিণ সিটির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
হাজী সেলিমের লালবাগের বাসায় চলমান র্যাবের তল্লাশি অভিযানে যোগ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। চলমান অভিযানে উদ্ধার হয়েছে অবৈধ অস্ত্র, ইয়াবাসহ বিদেশি মদ, অনুমোদনহীন ৩৮টি ওয়াকিটকি ও বেস স্টেশনসহ বিপুল ইলেকট্রনিক্স ডিভাইস।
উপরোক্ত আলামতের ভিত্তিতে র্যাবের ভ্রাম্যমান আদালত দুই অভিযোগে এক বছরের কারাদন্ড দিয়েছে ইরফান সেলিমসহ দুজনকে।
এদিকে, এরআগে ঢাকা দক্ষিণের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুইতিনজনের বিরুদ্ধে মারধর, হুমকি, হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন মারধরের শিকার নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ।
এছাড়া মামলার পরপরই ইরফান সেলিমের গাড়িচালক মিজানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে একদিনের রিমান্ড দেন আদালত।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায়, বই কিনে স্ত্রীসহ মোটরসাইকেলে কলাবাগান মোড় পার হচ্ছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ। পেছন থেকে সংসদ সদস্যের স্টিকার লাগানো ল্যান্ড রোভার ধাক্কা দেয়। প্রতিবাদ করলে গাড়ি থেকে নেমে বেধরক মারধর করা হয় ওয়াসিফকে। পরে গাড়িটি জব্দ করে ধানমন্ডি থানা পুলিশ।
আনন্দবাজার/শাহী