ঢাকা | রবিবার
৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি দুই দিন চূড়ান্ত

২০২১ সালের ছুটির তালিকায় শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন সিদ্ধান্ত চূড়ান্ত হতে যাচ্ছে। ইতোমধ্যে মধ্যে ২০২১ শিক্ষাবর্ষের ছুটির খসড়া তালিকা চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকাটি অনুমোদনের জন্য খুব দ্রুত মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

জানা গেছে, মন্ত্রিসভায় এ তালিকা অনুমোদন দিলে মন্ত্রণালয় থেকে সেটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। এ ছুটির ভিত্তিতে অনুমোদিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২১ সালের ক্লাস-ছুটি-পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

ওই খসড়া তালিকা অনুযায়ী, ২০২১ সালে সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশে ছুটি আটদিন। মোট ২২ দিন সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি হলেও সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার এবং শনিবার। দুই দিনের সাপ্তাহিক ছুটি কার্যকর হবে সরকারি-বেসরকারি পর্যায়ের সকল স্কুল-কলেজে। বর্তমান ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি রয়েছে কেবল শুক্রবার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, ২০২১ সালের সরকারি অফিসের ছুটির তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকাটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠালে তিনি এতে সম্মতি দিয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মন্ত্রিসভার বৈঠকে ছুটির তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। সেজন্য ইতোমধ্যে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন