পূজা উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হলেও কাঁচামরিচসহ আটকে পড়া পণ্য রফতানি করতে ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে গতকাল ছুটির মধ্যেও আমদানি-রফতানি চালু ছিল।
এ ব্যাপারে বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বলেছেন, আজ থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কারণে গতকাল থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ঘোষণা করেন ভারতীয় ব্যবসায়ীরা। তবে গত মঙ্গলবার পর্যন্ত ভারতে আটকে থাকা কাঁচামরিচসহ সকল পণ্য রফতানি করতে পারেনি ভারত। তাই বুধবার বন্দর দিয়ে আমদানি-রফতানি চালুর কথা জানিয়ে পত্র দেন ভারতীয় ব্যবসায়ীরা। সেই রকম ভাবেই গতকাল বন্দর দিয়ে আমদানি-রফতানি বেলা সাড়ে ৩টা পর্যন্ত চালু রাখা হয়েছিল।
আনন্দবাজার/এফআইবি