ঢাকা | বৃহস্পতিবার
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সূচকের পতনে লেনদেন সমাপ্তি

মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ (২১ অক্টোবর) বুধবার ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক দশমিক ৪০ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ২৫ লাখ টাকার। যা আগের দিন থেকে ৫৯ কোটি ৭৯ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৯১৫ কোটি ৫ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন