ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লেনদেন শেষ হলো সূচকের ইতিবাচকতায়

মূল্য সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে আজ (২০ অক্টোবর) শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে ৯১৫ কোটি ৫ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৩০ কোটি ৯০ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৭৮৪ কোটি ১৪ লাখ টাকার।

মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৩ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৬৬ লাখ টাকার।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন