ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

অস্থির রাজধানীর সবজির বাজার!

সবজির কড়া মূল্যে অস্থির রাজধানীর কাঁচাবাজার। বাজারে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা মূল্যে। প্রতিটি সবজিই বিক্রি হচ্ছে কড়া মূল্যে।

বিক্রেতারা জানান, চলতি বছর সারাদেশের নানা স্থানে কয়েকদফা বন্যার কারণে অনেক শাক-সবজি নষ্ট হয়েছে। তবে বন্যার পানি কমে গেলে, সবজি নতুন করে চাষ হলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে। অথচ বর্তমানে বাজারে সকল ধরনের সবজির সরবরাহ রয়েছে।

ক্রেতারা বলেন, আয়ের সাথে সামঞ্জস্য রেখে সবজি কিনতে পারছেন না তারা। তাই বাজারের পরিমাণ এবং খাদ্যের চাহিদা কমিয়ে আনতে হচ্ছে। আয় সেভাবে বৃদ্ধি পাচ্ছে না, যেভাবে নিত্যপণ্যের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

পাইকারি ও খুচরা পর্যায়ে কত দামে কিনে কত টাকায় বিক্রি করছেন বিক্রেতারা, সে ব্যাপারে সরকারের নজর দেওয়া উচিত বলে মনে করেন ক্রেতারা।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন