শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশের’

চলতি বছর (২০২০ সাল) বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশের বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। মঙ্গলবার বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে সর্বশেষ প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

এ বছর করোনাভাইরাসের কারণে পৃথিবীর বেশিরভাগ দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি না হয়ে সংকোচন হবে। প্রবৃদ্ধি হবে এমন দেশের সংখ্যা একেবারে হাতেগোনা। আর এর মধ্যেই সম্ভাবনা দেখিয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুক নামের এ প্রতিবেদনে বাংলাদেশসহ বিশ্বের ১৯৫ টি দেশের অর্থনীতির জন্য ২০২০ এবং ২০২১ সালে মোট দেশজ উৎপাদনের ( জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে পূর্বাভাস রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৮ শতাংশ। ২০২১ সালে যা বেড়ে দাঁড়াবে ৪ দশমিক ৪ শতাংশে। এ ছাড়া বাংলাদেশের চেয়ে বেশি প্রবৃদ্ধি হবে আফ্রিকার দেশ সাউথ সুদানের ৪ দশমিক ৮ শতাংশ। ২০২০ সালে বিশ্ব অর্থনীতি ৪ দশমিক ৪ শতাংশ সংকোচন হবে। ২০২১ সালে বিশ্ব অর্থনীতিতে ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের জিডিপি প্রবৃদ্ধির হিসাব করে থাকে জুলাই- জুন অর্থবছর ধরে। তবে আইএমএফের এই পূর্বাভাস পঞ্জিকাবর্ষ কেন্দ্রিক। এর আগে বিশ্বব্যাংক বলেছে, চলতি ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ১ দশমিক ৬ শতাংশ। এদিকে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে এডিবির পূর্বাভাস ৬ দশমিক ৮ শতাংশ। তবে সরকারের লক্ষমাত্রা ৮ দশমিক ২ শতাংশ।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

সংবাদটি শেয়ার করুন