ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ১৪ দশমিক ৫৬ শতাংশ। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট সময়ে কমে আসা এই আমদানির পরিমাণ টাকার হিসেবে দাঁড়ায় ৫৯ কোটি ৪১ লাখ ৬৯ হাজার ডলারে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের (ওটিইএক্সএ) ৫ অক্টোবর প্রকাশিত  পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ৩৪৮ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ডলারের পোশাক আমদানি করেছে। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৪০৭ কোটি ৯৫ লাখ ২২ হাজার ডলার।

সম্প্রতি বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো থেকেও পোশাক আমদানি কমিয়েছে মার্কিন ক্রেতারা। বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম থেকেও পোশাক আমদানি কমিয়েছে মার্কিন ক্রেতারা। জানুয়ারি থেকে আগস্ট সময়ে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ৯ দশমিক ৭৭ শতাংশ।

বাংলাদেশের পোশাক রফতানিকারকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের চেয়ে ভিয়েতনাম সব সময়ই এগিয়ে ছিল। কভিড-১৯ মহামারীর প্রভাবে বাংলাদেশ, ভিয়েতনাম, চীন সব দেশ থেকেই পোশাক আমদানি কমেছে যুক্তরাষ্ট্রের। আর এ পরিস্থিতি আরো দীর্ঘমেয়াদে অব্যাহত থাকবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, হালনাগাদ তথ্য অনুযায়ী ২০২০ সালের জানুয়ারি থেকে আগস্টে গোটা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রের আমদানি কমেছে ২৯ দশমিক ৫২ শতাংশ। চীন থেকে আমদানি কমেছে ৪৮ শতাংশ। ভিয়েতনাম থেকে ৯ দশমিক ৭৭ শতাংশ এবং বাংলাদেশ থেকে ১৪ দশমিক ৫৬ শতাংশ। গত জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে কভিড-১৯-এর প্রভাব পড়তে শুরু করে, এপ্রিল-জুন সময়ে তা বিপর্যয়ে রূপ নেয়, জুলাই থেকে আবার পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। মে মাসে ৬০ শতাংশ নেতিবাচক বা ঋণাত্মক প্রবৃদ্ধি হলেও আগস্টে উন্নতি হয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হয় ২২ শতাংশ। এ ধারা মার্কিন খুচরা বিক্রি পরিস্থিতির যথার্থ প্রতিফলন।

এদিকে জানুয়ারি থেকে আগস্ট এ আট মাসে যুক্তরাষ্ট্রে চীন থেকে পোশাক আমদানি কমেছে ৪৭ শতাংশ। প্রতিবেশী দেশ ভারত থেকেও পোশাক আমদানি কমেছে মার্কিন ক্রেতাদের। দেশটি থেকে জানুয়ারি-আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ৩২ শতাংশ। ইন্দোনেশিয়া ও ফিলিপাইন থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি যথাক্রমে কমেছে ২০ দশমিক ৮৯ ও ৪০ দশমিক ৭৫ শতাংশ।

তবে সব দেশ থেকে আমদানি কমলেও কম্বোডিয়া থেকে যুক্তরাষ্ট্রের পোশাকের আমদানি বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন