সূচকের ওঠানামার মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আজকের লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) লেনদেন শুরুর পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে তিন পয়েন্ট কমে ৪ হাজার ৮০৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট কমে ১০৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১৬৩৬ পয়েন্টে অবস্থান করে।
এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১২২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে ১০৪টির দাম বেড়েছে, ১৩৭টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন শুরুর পর সকাল সাড়ে ১০টায় সিএএসপিআই সূচক দুই পয়েন্ট কমে ১৩ হাজার ৭৪৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া ২৮টি কম্পানির দাম বেড়েছে, ১৫টি কম্পানির কমেছে এবং ১৩টি কম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস




