ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন

মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান। এসংক্রান্ত সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। সাম্প্রতিক সময়ে দেশে কয়েকটি ধর্ষণের ঘটনার পর ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা। শাহবাগ, মতিঝিলসহ রাজধানীর কয়েকটি স্থানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়। গত ৭ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে চলছে আন্দোলন। এরই পরিপ্রেক্ষিতে সরকার ধর্ষণের শাস্তি বাড়ানোর পদক্ষেপ নিল।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন