দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ (১১ অক্টোবর) ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন সম্পন্ন হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) ডিএসই প্রধান মূল্য সূচক ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৫৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট কমে এক হাজার ৬৪৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমেছে।
ডিএসইতে আজ ৮৭৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮১ কোটি ২৯ লাখ টাকা বেশি। বিদায়ী সপ্তাহের বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৯৩ কোটি ৮১ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৬ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আনন্দবাজার/ইউএসএস