আলুর দামে হঠাৎ অস্থির হয়ে উঠেছে বাজার। আর এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের ক্রেতারা। পাইকারিতে প্রতি কেজি আলুর দাম বৃদ্ধি পেয়েছে ৪৬ টাকা পর্যন্ত। আড়তদারদের দাবি, করোনা ও বন্যার ত্রাণে আলু বিতরণে ব্যাপক টান পড়েছে মজুদে। এতে গত এক সপ্তাহে প্রতিদিনই দেড় থেকে দুই টাকা করে মূল্য বাড়িয়েছে তারা।
তবে খুচরা বিক্রেতাদের অভিযোগ চাল, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণের মূল্য বৃদ্ধির সুযোগ নিতেই আড়তদারদের এই কৃত্রিম সংকট। সপ্তাহ ব্যবধানে দাম বাড়িয়েছেন আড়তদাররা মূল্য বাড়িয়েছেন কেজিতে ১০-১২ টাকা।
বিক্রেতারা জানান, ইতোমধ্যে পাল্লা দিয়ে বেড়েছে ২৩০ টাকা। সামনে আরো বাড়তে পারে। গতকাল কিনেছি ৪০ টাকা। এর আগে কিনেছি ৩৮ টাকা। আজ কিনছি ৪৩ টাকা।
এই ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে দেশে এক কোটি টন আলু উৎপাদনের বিপরীতে বার্ষিক চাহিদা ৭০ লাখ টন। সেই হিসাবে ৩০ লাখ টন আলু বাড়তি থাকলেও মূল্য বৃদ্ধির জন্য সংকটের দোহাই দিচ্ছেন আড়তদাররা।
আনন্দবাজার/এইচ এস কে