পদ্মা সেতুতে ৩২তম স্প্যান বসছে আজ। করোনা ও কয়েকদফা বন্যার কারনে গত ৪ মাস কোন স্প্যানই বসেনি পদ্মা সেতুতে। সম্প্রতি সকল বাধা কাটিয়ে দীর্ঘ চার মাস পরে এই স্প্যান বসছে।
জানা গেছে, আজ শনিবার (১০ অক্টোবর) মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর পিলারের ওপর ৩২তম স্প্যান ‘ওয়ান-ডি’ বসানো হচ্ছে পদ্মা সেতুতে। এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হতে চলেছে সেতুর চার হাজার ৮০০ মিটার।
এই ব্যাপারে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, বন্যার প্রভাব কেটে যাওয়ায় ইতোমধ্যে পদ্মায় পানির উচ্চতা কমতে শুরু করেছে। সেই সাথে চীন থেকেও ফিরে এসেছেন বিশেষজ্ঞদলের সদস্যরা। সেতুর ৩২তম স্প্যান বসানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে সেতু কর্তৃপক্ষ।
আনন্দবাজার/এইচ এস কে