দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সব রকম মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কিন্তু ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে সামান্য। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১.১০ শতাংশ। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।
ডিএসই ও সিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৬০৪ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৫৪ কোটি ৭৮ লাখ ৮১ হাজার টাকার শেয়ার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫০ কোটি ১৮ লাখ ৯ হাজার টাকার বা ১ দশমিক ১০ শতাংশ।
সপ্তাহ শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর অবস্থান দাঁড়ায় ৪ হাজার ৯১৬ দশমিক ৯৭ পয়েন্ট। সপ্তাহের শুরুতে সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৯৯৫ দশমিক ৩২ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১ দশমিক ৫৭ পয়েন্ট বা ৭৮ দশমিক ৩৫ শতাংশ।
ডিএসইর সেরা ৩০ কোম্পানির সূচক ডিএসই-৩০ এক সপ্তাহের ব্যবধানে ১ হাজার ৭১০ দশমিক ৭২ পয়েন্ট থেকে ১ হাজার ৬৬৯ দশমিক ৩৭ পয়েন্টে নেমে আসে।
আর ডিএসই শরীয়াহ সূচক ডিএসইএস এক হাজার ১২৬ পয়েন্ট থেকে বেড়ে হয়েছে এক হাজার ১০৮ দশমিক ৮০ পয়েন্ট।
আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩৬৩টি কোম্পানির শেয়ার শেয়ার কেনাবেচা হয়েছে। এর ভিতরে দর বেড়েছে ১১১টির বা ৩০ দশমিক ৫৭ শতাংশ কোম্পানির। আর ৫৯ দশমিক ৫০ শতাংশ বা ২১৬টি কোম্পানির শেয়ারের দর কমেছে। এ সময়ে ৩২টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।
আনন্দবাজার/এফআইবি