উদীয়মান বাজারগুলোয় পোশাক রফতানির অগ্রগতি হুমকির মুখে বলে জানিয়েছেন পোশাক শিল্প মালিক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে অপ্রচলিত বাজারগুলো কখনোই আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ নয়।
উদীয়মান বাজার সম্পর্কে রুবানা হক জানান, ২০২০-২১ অর্থবছরে অপ্রচলিত বাজার বিবেচনায় ভালো প্রবৃদ্ধি ছিল ইইউ এবং যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে পোশাকের রফতানি ৮ দশমিক ১১ শতাংশ এবং ইইউতে ছিল ঋণাত্মক শূন্য দশমিক ৩৮ শতাংশ। যদিও আমাদের মোট পোশাক পণ্য রফতানিতে প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ। কিন্তু অপ্রচলিত বাজারে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৯২ শতাংশ। অর্থাৎ অপ্রচলিত বাজারে আমাদের রফতানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ফলে এই মহামারিতে ইইউ এবং যুক্তরাষ্ট্রই প্রবৃদ্ধি এবং পুনরুদ্ধারের উত্স।
তিনি বলেন, এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং রাশিয়াসহ বিশ্বের অন্যান্য অংশ যারা কভিডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সেই অঞ্চলগুলোর খুচরা বিক্রি (রিটেইল) এবং পণ্য সংগ্রহ প্রক্রিয়া (সোর্সিং) বিঘ্নিত হয়েছে। ফলে উদীয়মান বাজারগুলোয় আমাদের অগ্রগতি হুমকির মুখে পড়েছে। এজন্য বাজারগুলোয় আমাদের পদচারণা পুনরুদ্ধারে প্রয়োজন বিশেষ নীতি সহায়তা।
আনন্দবাজার/ইউএসএস