ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

একনেকে ১৬৫৯ কোটি ৩৪ লাখ টাকার ৪ প্রকল্পের অনুমোদন

চারটি প্রকল্প ১ হাজার ৬৫৯ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৭৪০ কোটি ১৪ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে প্রাপ্ত ঋণ ৯১৯ কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার (০৬ অক্টোবর) একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় সংযুক্ত হন।

সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজকের অনুমোদিত প্রকল্পগুলোর তথ্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প’, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘চট্টগ্রাম জেলার উপকূলীয় এলাকার পোল্ডার নং -৬২ (পতেঙ্গা), পোল্ডার নং -৬৩/১ এ ( আনোয়ারা ), পোল্ডার নং -৬৩/১ বি (আনোয়ারা এবং পটিয়া) পুনর্বাসন (২য় সংশোধিত) প্রকল্প’, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ‘জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি-সেক্টর (১ম সংশোধিত) প্রকল্প’ এবং শিল্প মন্ত্রণালয়ের ‘হাতে কলমে কারিগরি প্রশিক্ষণে মহিলাদেরকে গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণপূর্বক আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন (ফেজ -২) প্রকল্প’ একনেকে অনুমোদন দেওয়া হয়।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন