ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিশ্র সূচকে ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে লেনদেন

সূচকের পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর রবিবারের লেনদেন। তবে গত দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে ডিএসইতে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯৭ পয়েন্টে রয়েছে। ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৭০৭ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচক ডিএসইএস বা শরীয়াহ ৩ পয়েন্ট কমেছে।

দিনশেষে ডিএসইতে মোট ৮৮৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিন থেকে যা ১৫ কোটি ৮৮ লাখ টাকা বেশি। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৭৩ কোটি ৪৯ লাখ টাকার।

লেনদেনে অংশ নেয়া ১৩৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১৭১টির এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯২ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৪টির দাম বেড়েছে, ১২৬টির দাম কমেছে এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন