ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে সূচক পতনে লেনদেন শুরু

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের মূল্য কমেছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ২২৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে,  ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর ভিতরে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১২৬ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭০৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪২টি কোম্পানি এবং  মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার হাতবদল হয়েছে। এর ভিতরে মূল্য বেড়েছে ১৩৮টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত আছে ৬১টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন