ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি’

করোনার সংক্রমণ প্রতিরোধ করতে সারা দেশব্যাপী বন্ধ দেওয়া হয়েছিল সকল শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল। কিন্তু সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি এই বিষয়ে বলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি। তাই আগামী ৩ অক্টোবরের পরও ছুটি আরও বাড়ছে। কত দিন ছুটি বাড়ছে, সেটা আমরা সময় হলে জানিয়ে দেব। তবে বর্তমান পরিস্থিতিতে ধাপে ধাপে ছুটি বাড়ানো ছাড়া অন্য কোনো যৌক্তিক পদ্ধতি আমাদের কাছে নেই।

কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে, সে ব্যাপারে তিনি জানান, বিশ্ববিদ্যালয় আগে খোলার ব্যাপারটি বিবেচনায় রেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির ব্যাপারটি আগে বিবেচনা করব। সেই সাথে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের কথাও বিবেচনা করব, তবে কোনো অবস্থাতেই আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।

টিউশন ফির ব্যাপারে শিক্ষামন্ত্রী জানান, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোর-জবরদস্তি করে কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিদিনের কিছু খরচ ব্যতীত সব খরচই রয়ে গেছে। যারা সরকারি চাকরি করেন তাদের আয় আগের মতোই আছে। তাদের জন্য কোনো ছাড়ের প্রয়োজন নেই, তবে যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তাদের ব্যাপারটি বিবেচনায় নিয়ে উভয় পক্ষকে ছাড় দিতে হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন