ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে লিকেজ গ্যাসলাইনই এখন মৃত্যুকূপ!

রাজধানীর অনেক স্থানেই গ্যাস লিকেজ থাকলেও অর্ধশত বছরেও করা হয়নি সংস্কার। ফলে গ্যাসের লাইন কোথাও কোথাও মৃত্যুকূপ আকার ধারন করেছে। দিনের পর দিন তিতাসের দ্বারে ঘুরেও কোন সমাধান পাচ্ছেন না গ্রাহকরা।

বিশেষজ্ঞরা বলছেন, তিতাসের ব্যর্থতাতেই এই ঝুঁকিপূর্ণ পাইপলাইন তৈরি হয়েছে। তবে এসব ব্যাপারে তিতাস কোনো কথা বলতে না চাইলেও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সংকট কাটাতে নেওয়া হয়েছে ১২শ’ কোটি টাকার প্রকল্প, কিন্তু বাস্তবায়নের জন্য অপেক্ষা করতে হবে অন্তত আড়াই বছর।

ঢাকার অনেক জায়গায়তেই দেখা যায় এমন বুদবুদ। এগুলো সংস্কার না হওয়াতে গ্যাস লাইনে লিকেজ থেকেই বেরিয়ে আসছে গ্যাস। ঘটছে নারায়ণগঞ্জ ট্র্যাজেডির মতো দুর্ঘটনার শঙ্কা।

যখন তখন গ্যাসের চাপ কমে যাওয়ার কারণও একমাত্র এসব লিকেজ পাইপলাইন। লালমাটিয়া, মিরপুর, রামপুরা, মোহাম্মদপুর, বাসাবো, পুরান ঢাকা, যাত্রাবাড়ী, হাজারীবাগসহ নানা এলাকার অনেক স্থানেই বছরজুড়েই গ্যাস সংকটে ভোগান্তি তাদের প্রতিদিনের ব্যাপার। তবে এসব ব্যাপার তিতাসের নজরে এনেও মিলছে না কোন সমাধান।

রাজধানীর বাইশটেকি এলাকার এক বাসিন্দা জানান, লিকেজ সারাতে এবং পুরোনো লাইন পাল্টাতে বিগত তিন বছর ধরে তিতাসের কাছে লিখিত আবেদন করেও তিনি ব্যর্থ হয়েছেন। অধিকাংশ গ্রাহকের মুখেই একই অভিযোগ।

এই ব্যাপারে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম জানান, তিতাসকে কঠোর নজরদারিতে আনার কোনো বিকল্প নেই।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন