ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইলিশ সম্পদ উন্নয়নসহ ৫ প্রকল্পের ব্যয় ১ হাজার ২৬৬ কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে ২৪৬ কোটি টাকা ব্যয়ে পৃথক একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় ছয়টি অভয়াশ্রম পরিচালনা ও ব্যবস্থাপনা করা হবে।

জাটকা নিধন বন্ধে ৩০ হাজার জেলে পরিবারকে বিকল্প কর্মসংস্থান দেওয়া হবে। ১০ হাজার জেলে পরিবারকে দেওয়া হবে বৈধ জাল। দেশের ২৯ জেলার ১৩৪ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ইলিশের উৎপাদন বাড়ানোর পাশাপাশি খাঁচায় অন্যান্য মাছ চাষে জেলেদের প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া একনেকে ইলিশ সম্পদ উন্নয়নসহ আরও পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৬৬ কোটি টাকা। যা রাষ্ট্রীয় কোষাগারের জোগান থেকে দেওয়া হবে।

অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হলো—২৩৩ কোটি টাকা ব্যয়ে সীমান্ত এলাকায় বিজিবির ৭৩টি কম্পোজিট আধুনিক বর্ডার অবজারভেশন পোস্ট নির্মাণ, ৭৪ কোটি টাকা ব্যয়ে আটটি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যাবিশিষ্ট শান্তিনিবাস নির্মাণ, ৩৩৫ কোটি টাকা ব্যয়ে ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র ও চট্টগ্রামে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন