ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উদীয়মান অর্থনীতির প্রতিযোগিতায় এগিয়ে বাংলাদেশ

নভেল করোনাভাইরাসের বৈশ্বিক যে মন্দার ঝুঁকি রয়েছে তা কাটিয়ে উঠতে নানামুখী উদ্যেগের প্রয়োজনীয়তা অপরিসীম। উদীয়মান অর্থনীতিগুলোর প্রতিযোগিতায় টিকে থাকতে শ্রমনির্ভর অর্থনীতি যথেষ্ট নয় বলেও মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

মহামারী-পরবর্তী পরিস্থিতিতে হাই-টেক পার্কগুলোয় বিনিয়োগ আকৃষ্ট করতে নানামুখী উদ্যোগ গ্রহণের অংশ হিসেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সহায়তায় আয়োজিত ‘বিয়নড-২০২০’ শীর্ষক ওয়েবিনারে এমন মত দেন আলোচকরা।

দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ এবং বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি নিয়ে আলোচনার লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে এ ওয়েবিনার শুরু হয়েছে।

দেশী-বিদেশী বিনিয়োগকারীদের হাই-টেক পার্কগুলোয় বিনিয়োগের উপযোগিতা জানান দিতেই অনলাইন প্ল্যাটফর্মে এই ওয়েবিনার আয়োজিত হচ্ছে। প্রথমবারের মতো আয়োজিত এই ওয়েবিনারের দ্বিতীয় দিনে বিনিয়োগকারীদের জন্য হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রণোদনা সুবিধা, ওয়ানস্টপ সার্ভিসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে এখন সবচেয়ে অনুকূল পরিবেশ বিরাজ করছে। প্রণোদনা প্যাকেজ, মানবসম্পদ উন্নয়ন, সহায়ক অবকাঠামো, অনুকূল রফতানি শর্ত, নেতৃস্থানীয় ভোক্তা দেশগুলোর সঙ্গে কূটনীতিক সম্পর্ক ইত্যাদি সূচকে বাংলাদেশ ভারতসহ বিশ্বের মধ্যে নয়টি উদীয়মান গন্তব্যগুলোর চেয়ে এগিয়ে রয়েছে।

অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের ক্রমাবনতির ফলে পশ্চিমা বিনিয়োগকারীরা নতুন গন্তব্যের খোঁজে রয়েছেন। যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলো অগ্রাধিকার পাবে বলে মনে করেন আলোচকরা।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন