ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে আটকে থাকা পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত

সম্প্রতি সীমান্তে আটকে থাকা পেঁয়াজ বাংলাদেশে রফতানির অনুমতি দিয়েছে ভারত। তাই আজ শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি শুরু হবে।

জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ভারতের দিল্লীতে এক বৈঠক শেষে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের এই কথা জানান। হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ এই অনুমতির সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার অভ্যন্তরীণ বাজারে সংকট এবং মূল্যবৃদ্ধির অজুহাতে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে বন্দরের ভারত অংশে ২৫০-৩০০ পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক আটকা পড়ে। ভারত থেকে এই ৫দিন আমদানি না হওয়ায় বন্দরের বাজারগুলোতে পেঁয়াজের মূল্যে বড় ধরণের প্রভাব পড়ে। এতে করে ৪০ টাকার পেঁয়াজ একলাফে ৬৫-৭০ টাকায় বিক্রি করা হচ্ছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন