ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকারি বাজারে কমেছে পেঁয়াজের দাম

সম্প্রতি বাজারে সরকারের কঠোর নজরদারিসহ নানা দেশ থেকে দ্রুত পেঁয়াজ আমদানির উদ্যোগের ফলে পাইকারি বাজারে কিছুটা কমেছে পেঁয়াজের মূল্য।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাজধানীর শ্যামবাজার এবং কাওরান বাজারের পেঁয়াজের পাইকারি দামে মানভেদে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। কিন্তু খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি। আগের মতোই চড়া দামে বিক্রি করা হচ্ছে পেঁয়াজ।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, ভারতের হাইকমিশনারের সাথে কথা হয়েছে। দুই-এক দিনের মধ্যে সীমান্তে আটকে থাকা পেঁয়াজের সমস্যার সমাধান হয়ে যাবে। এর ফলে পাইকারি বাজারে অস্থিরতা কিছুটা কম পরিলক্ষিত হচ্ছে।

গতকাল কাওরান বাজারে আড়তে প্রতি পাল্লা (পাঁচ কেজি) দেশি পেঁয়াজের পাইকারি দর ছিল ৪৩০ টাকা। এই হিসেবে এক কেজির দাম পড়ে ৮৬ টাকা। আর আমদানি করা প্রতি পাল্লা পেঁয়াজের পাইকারি দর ছিল ৩১০ থেকে ৩২০ টাকা। প্রতি কেজির দাম পড়ে ৬২ থেকে ৬৩ টাকা। কিন্তু এক দিন আগেও দেশি পেঁয়াজের পাল্লা ৪৮০ থেকে ৫০০ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজের পাল্লা ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু পাইকারি বাজারে দর কিছুটা কমলেও খুচরা বাজারে আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

 এ  ব্যাপারে খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজার থেকে বেশি মূল্যে কেনা, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে দাম কমলে আমরাও কম দামে পেঁয়াজ বিক্রি করব।

পেঁয়াজ আমদানিকারক মোরশেদুর রহমান জানান, শুনছি ভারতের সীমান্তে আটকে থাকা পেঁয়াজ ছাড়া হবে। কিন্তু সেটা খুব দ্রুত করা উচিত। কারণ, সব পেঁয়াজ তো পচে নষ্ট হয়ে যাচ্ছে। ওই পেঁয়াজ দেশে ঢুকলে বাজারের অস্থিরতা কিছুটা কমবে । এখনো দেশে উৎপাদিত পেঁয়াজের অনেক মজুত রয়েছে। এই পেঁয়াজ বাজারে আনতে পারলে ক্রেতাদের এত বেশি দামে পেঁয়াজ কিনতে হবে না। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ভারত কোনো পূর্বঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় দেশে পেঁয়াজের বাজারে ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়ে।

গতকালও রাজধানীতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনতে দেখা গেছে অনেক ক্রেতাদের। বাজার স্থিতিশীল রাখতে সারা দেশে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারের এ বিপণন সংস্থাটি। আগামী বছর মার্চ পর্যন্ত টিসিবির এ বিক্রি কার্যক্রম একইভাবে চলবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। সেই সাথে টিসিবি এবার সরাসরি নানা দেশ থেকে পেঁয়াজ আমদানি করে বিক্রি করবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন