ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকারিতে চালের দাম বস্তায় বেড়েছে ১০০-৩০০ টাকা

চট্টগ্রামের পাইকারি বাজারগুলোতে দফায় দফায় বাড়ছে চালের মূল্য। এর আগে গত মার্চ, এপ্রিল ও জুন মাসে কয়েক দফায় চালের মূল্য বৃদ্ধি পেয়েছিল। তবে মে মাসে একবার কমেছিল। তারপর জুলাই থেকে প্রায় দুই মাস চালের মূল্য স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহ থেকে আবার বৃদ্ধি পেতে শুরু করেছে।

পাহাড়তলী পাইকারি বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক এসএম নিজাম উদ্দিন জানান, বাংলাদেশের চালের বাজার সরকারের হাতে নেই। এখানে ব্যবসায়ীরা শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে। তারা ইচ্ছা করলে মূল্য বাড়াতে পারে। উত্তরবঙ্গের মিল মালিকরাদের সাথে কিছু মধ্যস্বত্বভোগী মিলে সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছে। চালের দাম বাড়ার পেছনে চট্টগ্রামের ব্যবসায়ীদের হাত নেই। ফলে বেশি দামে কেনার ফলে এখানকার পাইকারি বাজারে চালের দাম বেড়েছে।

গতকাল নগরীর বৃহত্তম পাইকারি বাজার পাহাড়তলী ও চাক্তাইয়ের চালপট্টি ঘুরে দেখা যায়, স্বর্ণা সিদ্ধ বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ টাকা, যা আগে এক হাজার ৯৫০ টাকায় বিক্রি হয়েছিল। একই সঙ্গে স্বর্ণা আতপ প্রতি বস্তা ২০০ টাকা বেড়ে দুই হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বেতি আতপ ২০০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে দুই হাজার ১০০ টাকায়। নাজিরশাইল সিদ্ধ আগে দুই হাজার ৫০০-৬০০ টাকায় বিক্রি হলেও গতকাল বিক্রি হয়েছে দুই হাজার ৭০০ টাকায়। জিরাশাইল ৩০০ টাকা বেড়ে দুই হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট সিদ্ধ ১০০ টাকা বেড়ে দুই হাজার ২৫০ টাকা ও মিনিকেট আতপ ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুই হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে দিনাজপুরি পাইজাম সিদ্ধ ২০০ টাকা বেড়ে দুই হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, আর আতপ ১৫০ টাকা বেড়ে হয়েছে দুই হাজার ২০০ টাকা। কাটারিভোগ সিদ্ধ ১০০ টাকা বেড়ে দুই হাজার ৩০০ টাকা ও আতপ ৫০ টাকা বেড়ে দুই হাজার ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। চিনিগুঁড়া চালের মানভেদে দুই হাজার ৩০০ টাকা থেকে চার হাজার টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে এসব চালের দাম আগের মতোই রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

তবে সরেজমিনে দেখা গেছে, এসব পাইকারি বাজারের প্রতিটা গুদামে পর্যাপ্ত পরিমাণ চাল মজুত রয়েছে। কিন্তু চালকল মালিকদের মূল্য বৃদ্ধিকে পুঁজি করে চট্টগ্রামের ব্যবসায়ীরা আরও বাড়িয়ে দিচ্ছে চালের দাম।

অপরদিকে অতিরিক্ত শুল্কের কারণে দেশে চাল আমদানি হয় না। চাল আমদানির বিপরীতে সরকার ৫৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। যদি এই শুল্ক কিছুটা কমানো হয়, অর্থাৎ ২৫ শতাংশ করা হলেও দেশে চাল আমদানি বৃদ্ধি পেত। এতে বর্তমান বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে চাল বিক্রি করা যেত।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন