সূচকের বড় উত্থানে শুরু হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৩ সেপ্টেম্বর) শেয়ারবাজারের লেনদেন। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনের গতিও রয়েছে বেশ ভালো অবস্থানে।
লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান মূল্য সূচক ৫০ পয়েন্ট বেড়ে যায়। প্রথম ঘণ্টার লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৬৭ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ ১৩ পয়েন্ট বেড়েছে।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ৪৪টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৯৪ লাখ টাকা।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৬ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৪১ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১৮৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।
আনন্দবাজার/ডব্লিউ এস