যতো বড় শক্তিশালী হোক, রেলওয়ের সম্পদ বেআইনিভাবে ভোগ করতে দেবো না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে চট্টগ্রাম, দোহাজারী, চকরিয়া ও কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের কাজ পরিদর্শন করেন মন্ত্রী। তিনি বলেন, রেলওয়েতে এক সময় জোর যার বেশি সেই রেলের মালিক ছিল। দায়িত্ব নেওয়ার দেড় বছরের মধ্যে রেলওয়েতে পেশি শক্তি নিয়ন্ত্রণ করতে পেরেছি।
নূরুল ইসলাম সুজন বলেন, ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত একটি কাঠামো তৈরি করেছি। এটি গেজেট আকারে প্রকাশ হওয়ার পর এটির আলোকে ভূমি ইজারা দেওয়া হবে। অবৈধ দখলে থাকা ভূমি উদ্ধারে শক্ত হাতে নেমেছি। ২০১১ সালে আলাদা রেল মন্ত্রণালয় করার পর রেলকে সুশৃঙ্খল অবস্থায় ফেরানোর চেষ্টা চলছে।
আনন্দবাজার/ইউএসএস