শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আমদানি বন্ধ হলে লাভবান হবেন দেশের মাছচাষীরা

ভারতে বাংলাদেশের মিঠা পানির সাদা মাছের চাহিদা বেশি থাকায় বেনাপোল দিয়ে মাছ রপ্তানি বাড়ছে। তবে দাম কম থাকায় ভারত থেকে রুই জাতীয় মাছ এখনও আসছে। মৎস্য বিভাগ ও মাছচাষিদের দাবি ভারত থেকে মাছ আমদানি বন্ধ হলে দেশের চাষিরা লাভবান হবেন।

গত তিন বছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে দুই কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ২০৫ মার্কিন ডলার মূল্যের এক কোটি ১৯ লাখ ৯৫ হাজার ৬৮২ কেজি মাছ রপ্তানি হয়েছে। একই সময় ভারত থেকে আমদানি হয়েছে ৯৫ লাখ ৪৭ হাজার ২৯৭ ডলার মূল্যের এক কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৯১৮ কেজি মাছ।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, ভারত থেকে আমদানি হয় রুই, কাতল, সামুদ্রিক ও স্বাদু পানির মাছ। আর বাংলাদেশ থেকে রফতানি হয় পাবদা, গুলশা, টেংরা, পাঙ্গাস, হিমায়িত চিংড়ি, কার্প, ভেটকিসহ অন্যান্য মাছ। এর মধ্যে পাবদা মাছের চাহিদা বেশি হওয়ায় মোট রফতানির ৪০ শতাংশই পাবদা। পাবদা মাছ বেশি উৎপাদিত হয় যশোর জেলায়।

তিনি বলেন, ভারত থেকে যেসব মাছ আমদানি হচ্ছে সেগুলো এখন স্থানীয়ভাবেই ব্যাপকভাবে চাষ হচ্ছে। আমদানি করার প্রয়োজন নেই। আমদানি বন্ধ হলে আমাদের দেশের চাষিরা ব্যাপক লাভবান হতেন।

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  বন্ধ রাখা হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি

সংবাদটি শেয়ার করুন