সাইবার হামলার আশঙ্কায় ২৪ ঘন্টা লেনদেন করা ব্যাংকগুলো তাদের এটিএম সেবা সীমিত করেছে। এরমধ্যে কিছু ব্যাংক নিজস্ব কার্ডের বাইরে লেনদেন স্থগিত এবং মধ্যরাত ১১টা থেকে ভোর ৭টা পর্যন্ত এটিএম সেবা বন্ধ করেছে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সতর্ক বার্তা পাওয়ার পর এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ব্যাংক খাতের গ্রাহকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বলেন, ‘সাইবার হামলার আশঙ্কায় তার ব্যাংক সর্বোচ্চ সতর্কতা অবম্বন করেছে।’ বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক থেকে চিঠি পাওয়ার পর তারা আরও সতর্ক হয়েছেন। তিনি বলেন, ‘দিনের বেলায় তদারকি বাড়ানো হয়েছে। আর রাতের একটি অংশ এটিএম সেবা বন্ধ রাখা হচ্ছে।’
প্রসঙ্গত, যে ধরনের সাইবার হামলা করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল, সেই ধরনের সাইবার হামলার আশঙ্কায় গত মাসের শেষের দিকে বিশেষ সর্তকতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এ প্রসঙ্গে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, ‘গ্রাহকের অর্থের নিরাপত্তা দিতে আমরা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি জানান, কার্ডের লেনদেন নিরাপদ করতে আমাদের এটিএমে অন্য ব্যাংকের কার্ড গ্রহণ করা হচ্ছে না।’
বিশ্বব্যাপী আর্থিক খাতে সাইবার হামলা হতে পারে মার্কিন বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাইবার ইউনিটের এমন সতর্কতা জারির পর বিশ্বব্যাপীও আর্থিক খাতগুলো সতর্ক অবস্থান নিয়েছে।
আনন্দবাজার/ইউএসএস